বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলাশার্শায় প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

শার্শায় প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

শহিদুল ইসলাম: যশোরের শার্শা উপজেলার নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধিদের মাঝে ১টি ফিজিও থেরাপি বল, ১টি স্ট্যান্ড, ১টি হস্ত চালিত রিক্সা, ২টি হুইল চেয়ার, ২টি ফিজিও থেরাপি বোর্ডসহ বিভিন্ন উপকরণ এবং বিতরণ করেছেন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের মেধাবী শিক্ষার্থীর একাংশ।

মঙ্গলবার সকাল ১১ টার সময় প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুবক্কারের সভাপতিত্বে ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ চত্তরে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএসসি ১৯৮৯ ব্যাচের কৃতি শিক্ষার্থী বর্তমান পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব মনিরুজ্জান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১নং ওয়ার্ড মেম্বর জুলফিকর আলী জুলু, ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক শহিদলাল লাল্টু, সমাজ সেবক জাহাঙ্গীর আজাদ, মোরাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫২ জন প্রতিবন্ধি কোমল মতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে অতিরিক্ত ডিআইজি জনাব মনিরুজ্জামান প্রতিবন্ধি স্কুল ঘুরে ঘুরে দেখেন এবং সুবিধা বঞ্চিত সকল শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments