বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীতে অবৈধ বালুু ব্যবসা, প্রতিবাদ করেও বন্ধ হচ্ছে না

কালিহাতীতে অবৈধ বালুু ব্যবসা, প্রতিবাদ করেও বন্ধ হচ্ছে না

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা.হাকিমপুুর,ধলাটেংগর নামকস্থানে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালুু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় যুুবলীগ নেতা লাবু,একই গ্রামের অসিমুদ্দিন ও আক্তার। অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালুু উত্তোলনের ফলে প্রতি বছর শত শত ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়।তাদের ঘর-বাড়ি রক্ষার জন্য বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্র্মসুচি পালন করে আসছে স্থানীয় ভূূক্তভোগীরা।এতে অভিযোগ করেও কোন কাজে আসছে না,স্থানীয় প্রশাসন বন্ধের আশ^াস দিলেও বন্ধ হচ্ছে না। উপজেলার চরভাবলা.হাকিমপুুর,ধলাটেংগর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালুু উত্তোলন করে স্তুপ করে রাখা হয়েছে।বালু ব্যবসায়ীরা তাদের নিজ জমির বালু বলে মেমো ছাপিয়ে প্রতিদিন শত শত ট্রাক বালু বিক্রি করে আসছে।এতে গ্রামীণ কাচা রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।রাস্তা দিয়ে চলাচল কারিদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ ও ভোগান্তি। বালু ব্যবসায়ীরা লাবু জানান,আমরা প্রসাশনসহ সকলকে ম্যানেজ করে ব্যবসা করে আসছি।এমপি মন্ত্রী আমার ঘাটে কিছুই করতে পারবেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা নিপা জানান,আমাদের অভিযান অব্যহত আছে,আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments