শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে ২ মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুন্দরগঞ্জে ২ মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রধান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মরদেহ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের মন্ডলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রধানের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। তিনি উক্ত পাড়ার মৃত-সাহাব উদ্দিন প্রধানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, বিকালে দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যকালে তিনি স্ত্রী, পুত্র ২ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম বীর মুক্তিযোদ্ধাদ্বয়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকালে অংশ গ্রহণ করেন- উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর এমদাদুল হক বাবলু, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments