বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা: এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা: এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রায় সাত ঘন্টা কালে (রাত আটটা) ঢাকা-ঈশ্বরদী রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা,রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আটটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে আছে। উল্লাপাড়া রেলষ্টেশন সহকারী ষ্টেশন মাষ্টার মোঃ রফিকুল ইসলাম আরো জানান, ট্রেনগুলো বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে আছে। এ ট্রেন ক’টি হলো- চিত্রা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস,একতা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস,কুড়িগ্রাম এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনা স্থানে গিয়ে দেখা গেছে সেখানে পাকশী থেকে আসা রিলিফ ট্রেন এনে উদ্ধার কাজ চালানো হচ্ছে। সেখানে বিকল্প ব্যবস্থায় রাতের মধ্যেই ট্রেন চলাচল করার জোড়ালো চেষ্টা চলছে। এদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে উল্লাপাড়া ট্রেন দুর্ঘটনা বিষয়ে আলাদা অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ ফিরোজ মাহমুদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments