বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলালবণ গুজবে শার্শার বাজার গুলোতে লঙ্কাকান্ড, আটক ৩

লবণ গুজবে শার্শার বাজার গুলোতে লঙ্কাকান্ড, আটক ৩

শহিদুল ইসলাম: এবার লবন গুজবে হঠাৎ করেই যশোরের শার্শার বাজার গুলোতে লবন নিয়ে চলছে লঙ্কাকান্ড।বাজারের বিভিন্ন মুদি দোকান ও কাঁচা বাজারে লবন কেনার হিড়িক পড়েছে।

মঙ্গলবার সন্ধার পর থেকে মুদি দোকানসহ খোলা লবন বিক্রির খুচরা দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, ঢাকায় লবনের দাম কেজি প্রতি দেড়শ থেকে দুইশ টাকায় বিক্রি হচ্ছে-এমন গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে লবন কিনতে শুরু করে। সকাল থেকে গুজব ছড়ালেও দুপুরে পর বিকাল থেকে তা মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ফলে ক্রেতাদের সামাল দিতে দোকানীদের বেগ পেতে হচ্ছে। উপচে পড়া ক্রেতাদের ভিড়ে অধিকাংশ দোকানের লবন প্রায় শেষ পর্যায়ে।

জানা গেছে,সকালে যে লবন ১৫ টাকা কেজি বিক্রি করছিলো। সেই লবন সন্ধার পরে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।যে কারনে প্রয়োজনের চাইতে অনেক বেশি লবন মজুদ করছে কোন কোন পরিবার।বিভিন্ন দোকানে লবন ক্রয় করতে উপজেলার বিভন্ন হাটবাজারে ভিড় উপচে পড়ার মত।এ কারনে তীব্র যানজট লেগে থাকতে দেখা যায় হাটবাজার গুলোতে।

অভিযোগ রয়েছে, কিছু কিছু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে লবন বিক্রি বন্ধ রাখায়, গুজব আরো ছড়িয়ে পরেছে। অনেকে আবার দূর দূরান্ত থেকে এসে লবন কিনছেন।

ক্রেতারা বলছে ইতিমধ্যে বাজারে কেজিপ্রতি লবণের দাম পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতারা বলছেন পূর্ব নির্ধারিত মূল্যে তারা লবণ বিক্রি করছেন।

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লবনের লঙ্কাকান্ডের বিষয়টি নিয়ে ভাইরাল হওয়ায় সন্ধা ৭ টার সময় শার্শা থানা পুলিশের এক ঝটিকা অভিযান পরিচালনা করে নাভারন বাজারের নুরো, শফিসহ তিন জন ব্যবসায়ীকে আটক করা হয়।

তবে এ গুজবে কান না দিতে এবং বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানিয়েন উপজেলা প্রশাসন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments