শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সাঁওতাল পল্লীর জমি দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ

রংপুরে সাঁওতাল পল্লীর জমি দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ

জয়নাল আবেদীন: রংপুর নগরীর সাতমাথা রেলগেট এলাকার সাঁওতাল পল্লীর জমি দখলমুক্ত করার দাবিতে বুধবার দুপুরে রংপুর নগরীতে বিক্ষোভ ও সমাবেশ করে সেখানকার আদিবাসিরা।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারীবাজার এলাকায় সমাবেশ করে। বাসিন্দা আদিবাসী নেতা স্বপন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাঁওতাল নেতা জ্ঞানরাম রায়, স্বপন, জ্যোতিশ, পূর্ণিমা, শ্যামল প্রমুখ।বক্তারা বলেন, রংপুর নগরীর সাতমাথা এলাকায় সাঁওতাল আদিবাসীরা দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। এই আদিবাসীদের ১৩ শতক জমি স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু আবুল কালাম মিয়া এবং তার দুই ছেলে মাসুম ও সোহাগ জমি দখল করে ভবন ও নার্সারি তৈরী করেছে। তার ৫ শতক সরকারী সম্পত্তি বেআইনী ভাবে বিক্রয় করেছে। সাঁওতাল এই আদিবাসীরা তাদের জমি উদ্ধারের জন্য যতবারই চেষ্টা করেছে দখলকার ততবারই তাদের গুন্ডাবাহিনী দিয়ে বাঁধা দিয়েছে। সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার হুমকি-ধামকি দিয়ে সে অন্যায়ভাবে ওই সম্পত্তি ভোগদখল করে আসছে। অসহায় আদিবাসীদের উপর উক্ত ভূমিদস্যু দীর্ঘদিন থেকে জুলুম-নির্যাতন করে আসছে। পুলিশ প্রশাসন, মেয়র, স্থানীয় কাউন্সিলর কারো কাছে গিয়ে কোন প্রতিকার পায়নি তারা। বক্তারা, অবিলম্বে আবুল কালাম মিয়া ও তার পুত্রদের দখল করা জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments