বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাঝালকাঠিতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

রেজাউল ইসলাম পলাশ: নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশের লক্ষে দেশের রাজনৈতিক দলগুলোর মূলধারায় ৩৩ ভাগ নারীর অংশগ্রহণের নিশ্চিতের দাবি জানিয়েছেন ঝালকাঠির নারী নেতৃবৃন্দ। বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় নারী নেতৃবৃন্দ ও ‘নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইন’ এর উদ্যোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর’১৯) স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকদের অর্ধেক অংশ নারী। সবশেষ ভোটার তালিকা অনুযায়ী নারী ভোটারের সংখ্যাও পুরুষের সমান। কিন্তু দুঃখজনকভাবে রাষ্ট্র ও সমাজের কোনো ক্ষেত্রেই নারীর সমঅংশগ্রহণ চোখে পড়ে না, যদিও অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ অপরিহার্য। সংবাদ সম্মেলনে রাজনীতিতে নারীদের অংশগ্রহণে আরও সুযোগ সৃষ্টি ও প্রতিটি রাজনৈতিক দলে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ পদে রাখার দাবি জানানো সহ ১৩ দফা সুপারিশ পেশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হোসনেয়ারা মান্নান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাঠালিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, আওয়ামী লীগ নেত্রী ডালিয়া নাসরীন, বিএনপি নেত্রী অ্যাডভোকেট সাকিনা আলম লিজা প্রমুখ আলোচনায় অংশ নেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আওয়ামী লীগ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments