বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় রেলপথের ঘাটিনা লেভেল ক্রসিংয়ে কাজ চলছে একটি বেরিয়ারে!

উল্লাপাড়ায় রেলপথের ঘাটিনা লেভেল ক্রসিংয়ে কাজ চলছে একটি বেরিয়ারে!

সাহারুল হক সাচ্চু: ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা লেভেল ক্রসিং এ দু’টি বেরিয়ার (আড়া) এর একটিতে স্থাপনের প্রায় এক বছরেও সংযোগ দেওয়া হয়নি। একারণে দুর্ঘটনা ঝুকিতে একটি বেরিয়ার দিয়ে কাজ চালানো হচ্ছে। উল্লাপাড়ার সাথে ঘাটিনা লেভেল ক্রসিং হয়ে সিরাজগঞ্জ জেলা সদর ,বেলকুচি ও কামারখন্দ উপজেলার সড়ক পথের যোগাযোগ রয়েছে। প্রতিদিন বহু সংখ্যক বিভিন্ন যানবাহন সড়ক পথটিতে চলাচল করে থাকে। প্রায় এক বছর আগে গুরুত্ব পুর্ন ঘাটিনা লেভেল ক্রসিং টিতে রেলপথের দু’পাশে বেরিয়ার বসানো হয়। এটি বসানো ও চালুর প্রথম থেকেই একটি বেরিয়ার দিয়ে কাজ চালানো হচ্ছে। আজ শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে ঢাকা থেকে ছেড়ে পঞ্চগড়গামী একটি আন্তঃনগর ট্রেন যাওয়া কালে একটি বেরিয়ার ফেলা হয়েছে। এ লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার দু’জন মোঃ ফেরদৌস আহম্মেদ ও মোঃ দিদারুল ইসলাম জানান, এখানে অপর বেরিয়ারটিতে স্থাপনের প্রথম থেকেই সংযোগ দেওয়া নেই। সে কারণে সে বেরিয়ারটি মুলত অকার্যকর হয়ে আছে। তারা জানান, রেলপথটিতে ট্রেন আসা যাওয়াকালে একটি বেরিয়ার দিয়ে কাজ চালানো বেশ ঝুকিপুর্ন। রয়েছে দুর্ঘটনার ঝুকি। এছাড়া চালু বেরিয়ারটিতেও যান্ত্রিক সমস্যা রয়েছে। রেলের সিরাজগঞ্জের আই ডাব্লিউ বিভাগের উর্ধতন উপ- সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল মিয়া জানান, বিষয়টির সমাধান কম সময়ের মধ্যে করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments