বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ১০৯৫ হেক্টর জমির ধান ও ৪৫৬ হেক্টর রবিশস্য

কলাপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ১০৯৫ হেক্টর জমির ধান ও ৪৫৬ হেক্টর রবিশস্য

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে কলাপাড়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও কৃষকদের মাথায় হাত। গোটা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। সরেজমিনে ঘুরে দেখা যায়, নীলগঞ্জ, মিঠাগঞ্জ, বালিয়াতলী, ডালবুগঞ্জ, ধুলাসার, লালুয়া, টিয়াখালী, চাকামইয়া, চম্পাপুর, ধানখালীসহ গোটা উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রচন্ড বাতাসের গতি ও অঝোর ধাড়ার বৃষ্টিতে ফসলের মাঠে আমন ধানসহ রবি শস্য নষ্ট হয়ে গেছে। প্রবল বাতাসে ধান বের হওয়ার সময়ই পিটিয়ে ফেলায় অধিকাংশ ধানের শীষ চিটা হয়ে গেছে। এর ফলে কৃষক সমাজ বিশাল ক্ষতির সম্মুক্ষিন হয়েছেন। পাশাপাশি আগাম রবি শস্য উৎপাদন কারী কৃষকরাও পরেছেন বিপাকে। প্রাথমিক পর্যায় এর ক্ষয়ক্ষতি নিরুপন কিংবা সাথে সাথে দেখা না গেলেও এখন ক্ষতিগ্রস্থ ফসলের মাঠের দিকে তাকালেই তা স্পষ্টতা দেখা যায়। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের সবজী চাষী ফারুকের পরিশ্রমের ফসল লন্ডভন্ড করে দিলো ঘূর্ণিঝড় বুলবুল। স¦প্ন আসা আর প্রতিশ্রুতি যেনো অন্ধকার হয়ে গেল তার। নিজের জমি না থাকায় পরের জমি লিজ নিয়ে পেটের টানে কৃষিকাজ করেন আর সেই কৃষির ফসল মাটির সাথে মিশে গেছে। সবজী চাষী ফারুক জানান, এ বছর আমার সবজী খুব ভালো হয়েছিলো। আমি মনে করেছিলাম সবজী বিক্রি করে এবছর দেনা পাওনা পরিশোধ করতে পারবো কিন্তু আমার কষ্ট কষ্টই রয়েগেল। আমি সরকারী ভাবে কোন প্রকার সুযোগ সুবিধা পাইনি। আমার ছেলে মেয়ে নিয়ে এখন দিন কাটে অনেক কষ্টে। সবজী চাষী ফারুক আরও জানান, এবছর ১২ হাজার টাকার বীজ ক্রয় করেছিলাম এবং সার, ঔষধ বদলা খরচসহ আমার প্রায় ৬৬ হাজার টাকা খরচ হয়েছে। সবজী চাষী ফারুকের সবজীর বাগান ঘুরে দেখা যায়, বেগুন, পুঁইশাক, কাঁচামরিচ, লাউ, সিম, বরবুটি, মিষ্টি কুমড়াসহ সকল সবজীই মারাত্মক ক্ষতি সাধিত হয়। এছাড়াও আমন ফসলের মারাত্মক ক্ষতি লক্ষ করা যায়। ফসলের মাঠে রোপন কৃত ধানের দুই- তৃতাংশ ধান নষ্ট বা চিটা হয়ে গেছে। কৃষকরা তাদের উৎপাদিত ধান ঘরে তোলার আগেই লাভ লোকসানের হিসেব কষতে বসেছে। মিঠাগঞ্জ ইউনিয়নের কৃষক কামরুল ইসলাম জানান, প্রথম দিকে ধানের ক্ষতি সর্ম্পকে কিছু অনুমান করতে পারিনি এখন দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়ে পিটানো ধানের শীষ গুল সাদা হয়ে চিটা হয়েগেছে। এ বিষয়ে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আঃ মন্নান জানান, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ধান ১০৯৫ হেক্টর জমি ও ৪৫৬ হেক্টর রবিসশ্য, উপজেলায় মোট ক্ষতিগ্রস্থের সংখ্যা ৫৫০ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments