শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে আট প্রতিবন্ধী নারী ও শিশু পেল হুইল চেয়ার

লক্ষ্মীপুরে আট প্রতিবন্ধী নারী ও শিশু পেল হুইল চেয়ার

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে আট প্রতিবন্ধী শিশু ও নারীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। (আজ) সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক নামের বেসরকারী এনজিও সংস্থার জেলা কো-অর্ডিনেটর মোর্শেদা বেগমের সভাপতিত্বে আট প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউজ্জামান ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্ল্যাহ ও প্রতিবন্ধী শিশু ও নারীদের স্বজনরা। হুইল চেয়ারপ্রাপ্ত আট প্রতিবন্ধী নারী ও শিশুরা হলেন, রায়পুর উপজেলার চরবংশী গ্রামের নন্দ দুলালের ছেলে শঙকর, নজির কবিরাজের ছেলে আইয়ুব আলী, অহিদ আলীর মেয়ে পাবিয়া খাতুন, সোলায়মান কবিরাজের ছেলে সোহেল, মোস্তফা পাটোয়ারীর মেয়ে বৈশাখী, ফাহিমা, তোফায়েল আহম্মেদের মেয়ে মহিম ও আজাদের ছেলে খোকন। জেলা কো-অর্ডিনেটর মোর্শেদা বেগম জানান, প্রতি বছর সমাজ সেবার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে কোডেক। এরই ধারাবিহকতায় আজ অসহায় আট প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হলো। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments