হুমায়ুন কবির: বিপ্লবী জনতা স্টার এ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করেছেন নেত্রকোণার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুজ্জামান। মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদানের জন্য তাকে এ্যাওয়ার্ড প্রদান করেছেন সাপ্তাহিক বিপ্লবী জনতা।
গত (১৮ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাল পরিষদ মিলনায়তনে এই এ্যাওয়ার্ড প্রাধান করা হয়।
ব্যাস্ততার কারণে অনুষ্টানে উপস্থিত না থাকায় আয়োজক কমিটি পদকটি গতকাল কেন্দুয়া থানায় পৌঁছায়ে দেওয়া হলে ওসি রাশেদুজ্জামানের হাতে পদকটি তুলে দেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানুবীশ) কিশোর রায়।
ওসি মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন,যেকোন পুরস্কার মানুষের মাঝে উৎসাহ জোগায়।
এই এ্যাওয়ার্ড আমার কর্মক্ষেত্রে আরো প্রেরনা জোগাবে। তাকে বিপ্লবী জনতা স্টার এ্যাওয়ার্ডে নির্বাচিত করায় ৭১ এর উত্তারাধিকার স্লোগানে সাপ্তাহিক ‘বিপ্লবী জনতাথর কর্তপক্ষের প্রতি তিনি কৃজ্ঞতা প্রকাশ করেন