সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার তিনটি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয়েছে। ইউনিয়ন তিনটি হলো-পুর্ণিমাগাতী, সলঙ্গা ও রামকৃষ্ণপুর। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান সরেজমিনে প্রকল্পগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া। জানা যায়, রামকৃষ্ণপুর ও সলঙ্গা ইউনিয়নে ইউজিপিপি প্রকল্পে রাস্তা নির্মাণ পরিদশন ও পুর্ণিমাগাতী ইউনিয়নে দুর্যোগ মন্ত্রণালয়ের একটি ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।