বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রুহুল কুদ্দুসকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বটতলা বাজারে একটি চায়ের দোকানে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় বটতলা বাজারে চা খাওয়ার সময় সুবিদখালী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসন সায়েদ ৪/৫ জনকে সঙ্গে নিয়ে দেশিয় অস্ত্র দিয়ে রুহুল কুদ্দুসের উপর হামলা চালায়। এতে কুদ্দুস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমান তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লোটাস এঘটনার বিচার চেয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন। ওই চিঠিতেও হামলাকারীর নাম হিসাবে ছাত্রলীগ নেতা শাকিলের নাম উল্লেখ করা হয়েছে।