আব্দুল লতিফ তালুকদার: মালিকের সঙ্গে কথা কাটাকাটির জেরে ১২০ বছর বয়সি মালিকের মাকে গলা কেটে হত্যা করেছে দোকানের কর্মচারী। নিহত আহাতন উপজেলা ফলদা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী এবং দোকানের মালিক শিহাব উদ্দিনের মা। মঙ্গলববার (২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিনই দোকানের কর্মচারী বাবুকে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত বাবু, জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার ফকির আলির ছেলে। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামী বাবু। আসামী বাবুকে বুধবার টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইলে মর্গে পাঠানো হয়েছে।