শহিদুল ইসলাম: অবৈধ পথে ভারতে পারাপারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশি ৭ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টার সময় বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী ও ২ শিশু রয়েছে।
তাদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পে সুবেদার আব্দুল ওহাব জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।