অতুল পাল: বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরের সুপারী বাজারে ১৯৮০ সালে নির্মিত জেলা পরিষদের পূরাণো ডাকবাংলাটি মঙ্গলবার রাতে ভেঙ্গে পড়েছে। তবে এসময় কোন রকম দুর্ঘটনা ঘটেনি। দীর্ঘদিন পর্যন্ত ডাকবাংলোটি পরিত্যাক্ত অবস্থায় ছিল। স্থানীয়দের থেকে জানা গেছে, কালাইয়া বন্দরে বহিরাগত কোন অতিথি আসলে স্বল্পমূল্যে তাদের রাত্রিযাপনের জন্য পটুয়াখালী জেলা পরিষদ ১৯৮০ সালে এই ডাকবাংলোটি নির্মাণ করেছিলেন। নির্মাণের পর থেকেই জিয়াউর রহমানের জাগোদল এবং যুব কমপ্লেক্স নামের সাথে সংশ্লিষ্ট নেতাকর্মীরা ডাকবাংলোটি দখল করে তাদের কাজে ব্যবহার করতো। ওই সময় ডাকবাংলোর মধ্যের দুটি কক্ষের অনেক দামিও মালামাল বেহাত হয়ে যায়। এরপর রাষ্ট্রীয় ও দলীয় পটপরিবর্তনের ফলে ডাকবাংলোটি অব্যবহারিত অবস্থায় থাকে। এক পর্যায়ে ডাকবাংলোটি পরিত্যাক্ত হয়ে পড়ে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বহুবার ডাকবাংলোটি পরিদর্শন করা হয় এবং মাপঝোপ করে নতুন ডাকবাংলো নির্মাণের কথা জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। কালাইয়া বন্দরে রাত্রিযাপণের জন্য নিরাপদ কোন আবাসিক হোটেল না থাকায় বিভিন্ন ধরণের বাণিজ্যিক কাজে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অতিথিরা বিভিন্ন খাওয়ার হোটেলে অবস্থান নিয়ে কোন রকমে রাত্রিযাপন করছেন। স্থানীয়রা আরো জানায়, বহুদিন ধরেই ডাকবাংলোটির ছাদে ঘাষ ও বিভিন্ন প্রজাতির গাছ সৃষ্টি হয়েছিল। রাতে শিয়াল-কুকুরসহ বিভিন্ন জংলী প্রাণী বাস করতো। অনেক বিষাক্ত সাপও ছিল। মঙ্গলবার রাত সারে দশটার দিকে বিকট শব্দে হুরমুিরয়ে ডাকবাংলোটির ছাদসহ সামনের অংশ ভেঙ্গে পড়ে। বিকট শব্দে এলাকার লোকজন দৌড়ে আসে। তবে এসময় কোন প্রকার দুর্ঘনা ঘটেনি। এখন ডাকবাংলোটির ছাদ ও পিলারের রড চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ জানান, ডাকবাংলোটি খুবই পরোণো। জনগণের সুবিধার্তে একই স্থানে অচিরেই একটি আধুনিক ডাকবাংলো নির্মাণ করা হবে।