কামাল সিদ্দিকী: পাবনা সদর উপজেলার আটমাইল নামক স্থানে ধাওয়া করে র্যাব সদস্যরা বুধবার রাত ১০টার দিকে একটি জীপ গাড়ীতে তল্লাশী চালিয়ে ২৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় একটি জীপ গাড়ী জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃতরা হলেন; কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বফুলমতি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাহফুজুর রহমান মাসুম (৩৯) ও একই জেলার কবির মামুদ গ্রামের জুয়েল রানা (২৮)। র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আমিনুল কবীর তালুকদার বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিং এ জানান, র্যাবের একটি অপারেশন দল রাত ১০ টায় সদর উপজেলার মালিগাছা বাজারে চেকপোষ্ট স্থাপন করে। এ সময় পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে ঢাকা মেট্রো-গ ১১৭৫৯২ নং একটি জীপ সন্দেহজনক গতিতে যাওয়ার সময়ে র্যাব সদস্যরা সিগন্যাল দেয়। কিন্তু সিগন্যাল অমান্য করে জীপটি দ্রুত গতিতে পালানোর সময়ে ধাওয়া করে রাত সাড়ে ১১ টায় র্যাব সদস্যরা আটমাইল নামক স্থানে গতিরোধ করে আটক করে। গাড়ী তল্লাসী চালিয়ে ২৩৫ কেজি গাজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, আটককৃত দুই মাদক ব্যবসায়ীসহ উদ্ধারকৃত গাজা সদর থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। র্যাবের দাবী, আটককৃতরা দীর্ঘদিন ধরে পাবনাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল।