আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলায় এলএসডি অফিসের উদ্যোগে ২০১৯-২০২০অর্থবছরের অভ্যান্তরিন আমন ধান সংগ্রহ উদ্বোধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস,এম জামাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ফিতা কেটে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুর মোহম্মদ, এল এসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংবাদিক মানিক মিয়া রানাসহ কৃষকগণ। উদ্বোধনী দিনে প্রতি কেজি ধান ২৬টাকা দরে ১ মেট্রিক টন আমনধান সংগ্রহ করা হয়। ফেব্রুয়ারী ২০২০ সাল পর্যন্ত উপজেলায় ১ হাজার ৮’শ ৪৪ মেট্রিক টন অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ করা হবে বলে খাদ্য অফিস সূত্রে জানা যায়।