শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাসিপিবির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১২

সিপিবির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১২

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর শান্তিনগরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিছিলে ছাত্রলীগের হামলা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় সিপিবি শান্তিনগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, শাখা সদস্য হোসেন আলী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়সহ অন্তত ১২ জন আহত হয়েছে।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম জানান, কমরেড মঞ্জুরুল আহসান খানের ওপর হামলার প্রতিবাদে সিপিবির যৌক্তিক মিছিলে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় সিপিবির শান্তিনগর শাখার সম্পাদক মনজুর মঈনসহ বেশ কয়েকজন আহত হয়।
ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ গণমাধ্যমকে জানান, শান্তিনগরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আজেবাজে স্লোগান দিয়ে সিপিবির নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তিনগর মোড়ে আসে। এ সময় মোড়ে বসেছিল দুইজন ছাত্রলীগ নেতা। এদের দেখামাত্রই তেড়ে আসে মিছিলকারীরা। এ সময় ছাত্রলীগের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আল হাসান শুভ আহত হয়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) হাযরাত গণমাধ্যমকে বলেন, ‘রাত ১০টার দিকে শান্তিনগরে সিপিবির মিছিলে একদল দুর্বৃত্ত হামলা করেছে। এই ঘটনায় সিপিবির বেশ কয়েকজন আহত আছেন। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে চেষ্টা চলছে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments