শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলা'আমাকে সাহায্য করুন, আমার দুই হাত নেই, আমি লেখাপড়া করতে চাই'

‘আমাকে সাহায্য করুন, আমার দুই হাত নেই, আমি লেখাপড়া করতে চাই’

তাবারক হোসেন আজাদ: “আমাকে সাহায্য করুন, আমার দুই হাত নেই। আমার মা ও ভাইকে নিয়ে খুব কষ্টে আছি। মসজিদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করতে ভালো লাগে না। আমি লেখাপড়া করতে চাই। কিন্তু পারি না।” এই কথা বলে কান্নায় ভেঙ্গে পড়ে তের বছরের পঙ্গু কিশোর সাহেদ। এদিকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পঙ্গু সাহেদ ও তার পরিবার। শনিবার দুপুরে জোহরের নামাযের পর লক্ষ্মীপুর পৌর শহরের লিল্লাহ জামে মসজিদের সামনে কথা হয় সাহেদের সাথে। সাহেদ জানায়, সে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের যুগির হাট এলাকার দিনমজুর নুর নবীর ছেলে। প্রায় তিন বছর আগে ওই ইউনিয়নের যুগিরহাট মার্কেটের একটি ভবনের ছাদে খেলা করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারাতœক আহত হয় সে। এতে করে তার মা ও ভাইয়ের সাহায্যে খাবার খেতে ও শৌচাগারে যেতে হয়। অভাবের তাড়নায় প্রায় দেড় বছর ধরে বিভিন্ন মসজিদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছে সে। প্রতিদিন তিনশত টাকা দান পায় সাহেদ। এটাকা দিয়ে তার খাবার ও চিকিৎসা খরচ চালাতে হচ্ছে। পঙ্গু সাহেদের মা শাহেদা বেগম জানায়, তার স্বামী নুর নবী ইট ভাটায় কাজ করেন। সংসারে তাদের দুই ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে সড়ক দুর্ঘটনায় অসুস্থবস্থায় বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে। ছোট ছেলে সাহেদ যুগিরহাট মার্কেটের ভবনে খেলা করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই হাত ও পায়ের একটি আঙ্গুল কেটে ফেলতে হয়। পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দুই হাত ও বাম পায়ের একটি আঙ্গুল কেটে ফেলতে হয়। অভাব-অনটনের সংসারে দুই অসুস্থ ছেলের চিকিৎসা ব্যয় বহন করা কষ্টসাধ্য। এঅবস্থায় তার ছোট ছেলে সাহেদ লেখাপড়া করার ইচ্ছে থাকলেও সংসারের অভাবের কারণে বিভিন্ন মসজিদের সামনে ভিক্ষা করছে। সরকার ও সমাজের বিত্তবানরা একটু সহযোগিতার হাত বাড়ালে পরিবারটা একটু স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররেফ হোসেন মুশু জানান, পঙ্গু কিশোর সাহেদ ও তার পরিবারকে এলাকার যুব সমাজের উদ্যোগে সহযোগিতা করা হচ্ছে। আগামী বরাদ্দে প্রতিবন্ধী তালিকায় সাহেদের নাম অর্ন্তভুক্ত করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments