সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ার মনিজা বেগম। ছিলেন জন প্রতিনিধি। পুরো এক মেয়াদের ৫ বছর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। এখন কুটির শিল্পের সাথে জড়িত হয়েছেন। তিনি নিজেই কারিগর হয়ে বিভিন্ন শো’ পিচ তৈরী করছেন। ব্যবসার মানষের এসব তৈরী এবং বাজারজাত মনিজা বেগম নিজেই করছেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মনিজা বেগম প্রার্থী হননি। অন্য কোনো পেশায় তিনি জড়িত নেই। পৌর শহরের ঝিকিড়া মহল্লায় বসবাস করেন। প্রতিদিনের সংবাদকে জানান, ভাইস চেয়ারম্যান পদে থাকা কালে মহিলাদের অংশ নেওয়া বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকেছেন। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বি ও ছোট খাটো শিল্পের উদ্যোক্তা হয়ে উঠতে দেখেছেন। এ থেকেই কুটির শিল্পের পিছনে প্রচন্ড আগ্রহ বলে জানান। তিনি ভাবনা করেন কিভাবে নিত্য নতুন শো’ পিচ নানা উপকরনাদি দিয়ে ঘরে বসেই তৈরী করা যায়। এর মাধ্যমে অর্থ আয় করা যায়। প্রায় চার মাস হলো নিজ বাসাতেই নিজেই কারিগর হয়ে শো’ পিচ সামগ্রী তৈরী করছেন। আপাততঃ তিনি প্লাষ্টিকের পুতিদানা ব্যবহার করছেন। তার শো’ পিচ গুলো নিয়ে স্থানীয় দোকানীরা বেশ আগ্রহ দেখাচ্ছেন। তিনি আরো জানান, ইচ্ছা রয়েছে গ্রামীণ নারীদেরকে স্বাবলম্বী হয়ে উঠতে শিল্পটির সাথে জড়িত করা।