বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারাজারহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

রাজারহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

এ.এস.লিমন: কুড়িগ্রামের রাজারহাটে শনিবার আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম মাস্টারের সমর্থকরা সম্মেলন পন্ড করতে উপজেলা সদরের কয়েকটি মোড়ে পিকেটিং করে যান চলাচল বন্ধসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। বিকালে সম্মেলন সমাপ্তির পর সম্মেলনে আসা ডেলিগেট ও কাউন্সিলারদের ওপর হামলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ৩ পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ পূর্বক ২০০ জনকে অজ্ঞাত নামীয় আসামী করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল রবিবার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ৫ আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। রাজারহাট থানায় যার মামলা নং-২৬। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।শনিবার রাজারহাট উপজেলা শাখার আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে সভাপতি শাহের উদ্দিন ধনী ও সাধারণ সম্পাদক পদে আবুনুর মো.আক্তারুজ্জামান নির্বাচিত হন । গতকাল রাজারহাট কারিগরী বাণিজ্যিক কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন কুড়িগ্রাম জেলা আওযামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো. আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.জাফর আলী (সাবেক এমপি)। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ এবং আওয়ামীলীগের অন্যতম সদস্য এ্যড: মাহবুবুল আলম খন্দকার বিল্পবের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী এম এ করিম,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ,আওয়ামীলীগ নেতা ছানালাল বকসী,জেলা যুবলীগের আহবায়ক এ্যাড: রুহুল আমিন দুলাল,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান খন্দকার চাঁদ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments