সোমবার, মে ১৩, ২০২৪
Homeসারাবাংলামির্জাগঞ্জ মাজার অফিস সহকারীর বিরুদ্ধে গৃহবধূকে পেটানোর অভিযোগ

মির্জাগঞ্জ মাজার অফিস সহকারীর বিরুদ্ধে গৃহবধূকে পেটানোর অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজারের অফিস সহকারি সোহাগ মল্লিকের বিরুদ্ধে ফাতিমা বেগম (৪০)নামে এক গৃহবধূকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলের দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকায় এ ঘটনাটি ঘটে। সোহাগ মল্লিক মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চালক পশ্চিম সুবিদখালী গ্রামের ইউনুচ মল্লিকের ছেলে। আহতের স্বামী মোঃ ফোরকান মল্লিক অভিযোগ করে বলেন,একই বাড়ির সোহাগ মল্লিকের পিতা ইউনুচ মল্লিকের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে হাঁস মুরগি দিয়ে আমার জমির ফসলের ক্ষতি করতে থাকে তারা। আমি তাতে নিষেধ করলে ক্ষিপ্ত হইয়া সোহাগ মল্লিক, তার পিতা ইউনুচ মল্লিক ও তার দুই ভাই আলামিন মল্লিক ও সোহেল মল্লিকসহ ৮/৯ জন মিলে লোহার রড ও লাঠি দিয়া আমার স্ত্রী ফাতিমা,ছেলে ফিরোজ আলম সহ আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় আমার বসত ঘর পিটিয়ে ভাংচুর করে এবং আমার স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সোহাগ মল্লিক। এছাড়াও আমার স্ত্রীর পরিধান কৃত শাড়ি টানাহেঁচড়া করে শ্লীতাহানীর চেষ্টা করে। এমনকি আমাদের জীবননাশের হুমকি দেয় তারা। পরে আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমার স্ত্রী ফাতিমা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments