সোমবার, মে ৬, ২০২৪
Homeসারাবাংলার‌্যাব-১১ এর পৃথক অভিযানে তিন চাঁদাবাজ গ্রেফতার

র‌্যাব-১১ এর পৃথক অভিযানে তিন চাঁদাবাজ গ্রেফতার

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৩পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজি করা ৫হাজার ৩’শ ১০টাকা উদ্ধার করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার দক্ষিণ পাড়া, সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলস লিঃ এর সামনে এবং সোনারগাঁ থানাধীন কাচঁপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো, মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়া (৪৪), মোঃ ইমন (২৫), মোঃ ফারুক হোসেন (৩৫)। পরিবহন চালক ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়া ও তার সহযোগী মোঃ ইমন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে নিয়ে প্রকাশ্যে দিবালোকে তারাবো পৌরসভায় শবনম ভেজিটেবলস অয়েল মিলস এর আশপাশে যে কোন স্থানে বিভিন্ন কোম্পানীর পণ্য বোঝাই ট্রাক চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১শ থেকে ৩শ টাকা করে চাঁদা আদায় করে আসছে। আসামীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত প্রায় অর্ধ ডজনেরও অধিক মামলা রয়েছে। অন্যদিকে একই কায়দায় সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও লেগুনা থামিয়ে চাঁদা আদায় করে আসছে মোঃ ইমন ও মোঃ ফারুক হোসেন। দৈনিক ৫০ টাকা থেকে ১শ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে যানবাহন চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফকারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments