শনিবার, মে ৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে উত্তেজনা

উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে উত্তেজনা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার আশ্রয়ণ প্রকল্প নিয়ে নওকৈড় গ্রামে বেশ উত্তেজনা দেখা দেয়। গ্রামটির বসতিরা সেখানে আশ্রয়ণ প্রকল্পটি করতে দেবে না বলে বাধা দিতে মাঠে অবস্থান নেয়। এদিকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সেখানে (নওকৈড়) উপস্থিত হওয়ায় এক পর্যায়ে গ্রামবাসীরা মাঠ ছেড়ে অন্যত্র অবস্থান নেয়। উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের আওতায় আশ্রয়ণ প্রকল্পটির জন্য সরকারি খাস জমিতে মাটি ভরাটের প্রকল্প অনুমোদন ও চাউল বরাদ্দ হয়। গত সপ্তাহ তিনেক আগে প্রকল্পটিতে মাটি ভরাটের কাজ শুরু করা হলে গ্রামবাসীরা এতে বাধা দেয়। সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আজ মঙ্গলবার নওকৈড়ে প্রকল্পটিতে মাটি ভরাটের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়টি জেনে নওকৈড় গ্রামবাসীদের একাংশ এতে বাধা দিতে মাঠে নামে। তারা একাধিক জায়গায় সরকারি সড়ক পথ কেটে দেয়। এ ছাড়া কয়েক জাযগায় গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখে। এদিকে উপজেলা প্রশাসন বিষয়টি জেনে বেলা বারোটার দিকে পুলিশ বাহিনী নিয়ে নওকৈড় গ্রামে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান বলেন, স্থানীয় একটি চক্র সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত ও বিব্রত করতে প্রকল্পটির বাস্তবায়নে বাধা দিচ্ছে। উল্লাপাড়া থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ফোর্সসহ তিনি নেতৃত্ব দিয়ে সেখানে উপস্থিত হন। তিনি আরো জানান, চক্রটি সন্ত্রাস ও নাশকতার উদ্দেশ্যে সরকারি সড়ক পথ কেটে দেওয়া ও গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। পরে পুলিশ বাহিনী গ্রামের বেশ ক’জনের বাড়ী তল্লাশী চালায়। বিষয়টির প্রতি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে সার্বক্ষনিক নজরদারী রাখা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments