শুক্রবার, মে ৩, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবির একটি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ২১বছর যাবৎ বিনা বেতনে চালিয়ে যাচ্ছে পাঠদান

পাঁচবিবির একটি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ২১বছর যাবৎ বিনা বেতনে চালিয়ে যাচ্ছে পাঠদান

প্রদীপ অধিকারী: জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলাধীন বালিঘাটা ইউনিয়নের কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার সময় টিনের বেড়া ও চালা দিয়ে সিমিত সংখ্যক ছাত্র ছাত্রী নিয়ে বিদ্যালয়ের পথ চলা শুরু হয়,নানান চড়াই উৎড়াই পার করে এই বিদ্যালয়ে পাঠ দানের স্বীকৃতি (৬ষ্ঠ-৮মম) শ্রেণী পায় ০১/০১/২০০২ সালে এর পর পাঠ দান (৯ম-১০ম) শ্রেণী ০১/০১/২০০৩ সালে হাটি হাটি পা পা করে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে আজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা ২০৯ জন এর মধ্যে ছাত্র ৮৪জন ও ছাত্রী সংখ্যা ১২৫ জন বিদ্যালয়ের শিক্ষার পান ও পাশের হার সন্তোষ জন ২০১৯ সালে এস.এস.সি পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২জন এর মধ্যে পাশ করে ৪০জন জে.এস.সি পরিক্ষার্থীর সংখ্যা ২০১৮ সালে ৩৩ জন এর মধ্যে পাশ করে ২৮জন। ১২জন শিক্ষক শিক্ষিকা এবং ৪জন কর্মচারী নিয়ে বিদ্যালয়টিতে আজও পাঠ দান অব্যাহত রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক জানান বর্তমানে বিদ্যালয়টির বেহাল দশা টিনের ভাঙ্গা ঘরে রোদ বৃষ্টি ঝড়ে ক্লাস নিতে হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠা প্রায় ২১ বৎসর অতিবাহিত হলেও আজও এমপিও ভুক্ত না করায় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দীর্ঘ ২১টি বৎসর ধরে বিনা বেতনে বিদ্যালয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে, যা তাদের পক্ষে অত্যন্ত কষ্ট কর বেতন বিহীন ২১টি বৎসর পার করায় তাদের সংসার ছেলে মেয়ে এখন পথে বসার উপক্রম, বিদ্যালয়টি এমপিও ভুক্ত করনের জন্য জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য আল্ধসঢ়;হাজ্ব সামছুল আলম দুদুর নিকট সবিনয় অনুরোধ জানালেও আজ পর্যন্ত বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়নি। এদিকে বিদ্যালয়টির ঘরের অবস্থাও নাজুক ঝড়ে ও নানাবিধ কারনে নষ্ট হয়ে গেছে টিনে চালা বর্ষা মৌসুমে পানিতে ভিজে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে লেখা পড়া করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিদ্যালয় কমিটি ও শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের আকুল আবেদন পাঁচবিবি হিলি সড়কের কোকতারা নামক স্থানে মনোরম পরিবেশে গড়ে ওঠা কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়টি অতিসত্তর এমপিও ভুক্ত করা হউক। এ ব্যপারে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব এই প্রতিবেদকে জানান তিনি সভাপতি হওয়ার পর বিদ্যালয়ের বাউন্ডারি, টিনসেড করে দিয়েছেন , এ বছরই বিদ্যালয়টি এমপিও ভুক্ত হতো কিন্তু হয় নাই- আশা করা যায় আগামীতে কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়টি যাতে এমপিও ভুক্ত করা যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। সেই সাথে বিদ্যালয়টি সংস্কারে আশু পদক্ষেপ গ্রহন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা এখন জরুরী হয়ে পরেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments