শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীতে যানজট নিরসনে মতবিনিময় সভা

কালিহাতীতে যানজট নিরসনে মতবিনিময় সভা

আবুল কালাম আজাদ: উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে যানজট নিরসনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। বৃহস্পতিবার সকালে এলেঙ্গা রিসোর্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (এলেঙ্গা সার্কেল ) রাসেল মনির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আয়ুবুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি শওকত জং, সাধারণ সম্পাদক শরীফ হাজারী, এলেঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা প্রমুখ। এসময় সড়ক ও জনপথ বিভাগের কমকর্তা, এলেঙ্গা যানবাহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন । সভায় বক্তারা এলেঙ্গার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করেন। বিশেষ করে নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করা , মহাসড়কে ট্রাক না রাখা ইত্যাদি। উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগের অধীনে এলেঙ্গায় ৩’শ মিটার মহাসড়ক উন্নয়নের কাজ চলছে। ফলে মহাসড়কের এই অংশটুকুতে যানজট লেগেই থাকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments