শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

রংপুরে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

জয়নাল আবেদীন: তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা গেছেন। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে ঠাকুরগাঁওয়ে অগ্নিদগ্ধ ফাতেমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। তার শরীরের ৯৫ ভাগ অংশ পুড়ে গেছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের স্বজনরা জানান, তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হন ফাতেমা বেগম। এতে তার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গত ৪ দিনে ১০ অগ্নিদগ্ধ রোগী হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাসিক সার্জারি বিভাগে ভর্তি গয়েছেন। এদের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু রয়েছে। রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা.এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আটজন রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments