শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর অঞ্চলের মানুষ শীতে জবুথুবু

রংপুর অঞ্চলের মানুষ শীতে জবুথুবু

জয়নাল আবেদীন: প্রচন্ড শীতের কাঁপুনিতে রংপুর অঞ্চলের মানুষ জবুথবু হয়ে পড়েছেন । আগুন
তাপাতে১৫জন দ্বগ্ধ হয়ে মানুষজন পুড়ছে। কোড ডায়রিয়া ও নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে ৪জন।রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক শিশু ভর্তি হয়েছে । আবহাওয়া দফতর বলছে আরো কয়েক দিন
শীতের দাপট চলছব এই অঞ্চলে । শহর হতে গ্রাম শীতের দাপটে জবুথুবু।রংপুর অঞ্চলে টানা শৈত্যপ্রবাহ
অব্যাহত রয়েছে। ফলে শীতের দাপট যেনো কোনোভাবেই কমছে না। দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার
ব্যবধান কমে এসেছে। সর্বোচ্চ তাপমাত্রার চরম পতনে শহর থেকে গ্রামের মানুষজন শীতের দাপটের হাত হতে
সহজে রেহাই পাচ্ছেনা। হিমালয় ছুঁয়ে আসা উত্তরের কনকনে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে
দ্বিগুণ। চারদিন ধরে নেই সূর্য্ দেখা। চারিদিকে স্যাত স্যাত অবস্থা। রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে।
গবাদীপশু শীতে কাবু। রংপুর বিভাগের আবহাওয়া অফিস বলছে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা একেবারেই
অনেক কাছাকাছি চলে এসেছে। রংপুরে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ আগামী সপ্তাহে দিনের তাপমাত্রা কিছুটা
বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এতেও শীত কমবে না। জানুয়ারি মাস জুড়েই দাপিয়ে বেড়াবে শীত। এদিকে,হিম
বাতাস আর দিনভর ঘন কুয়াশা নিয়ে শীত যেন কামড় বসিয়েছে এ অঞ্চলে। শীতের তীব্রতায় জবুথবু হয়ে
পড়েছেন সাধারণ মানুষ। অপরদিকে শীত নিবারণ করতে গিয়ে রংপুরের বিভিন্ন জেলায় আগুন পোহাতে গিয়ে
অন্তঃসত্ত্বা নারীসহ ২৬ জন দগ্ধ হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা
হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানায়,
শীত নিবারণ করতে গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানবশত আগুন ধরে যায়। এতে
২৬ জন দগ্ধ হন। সকাল থেকে শীতের তীব্রতা অনেকটা বেড়েছে। শীতের কনকনে ঠান্ডা আর কুয়াশায় সাধারণ মানুষেরা ঘর থেকে বের হতে পারছেন না। কৃষকেরা তীব্র ঠান্ডায় কয়েক দিন থেকে কাজকর্ম করতে না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

নগরীর বিভিন্ন এলাকা থেকে শুরু করে চরাঞ্চলের শিশু বৃদ্ধ সকলেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা
করছেন। চরম ভোগান্তিতে পড়েছে তারা। এদিকে শীত মোকাবেলায় সরকারীভাবে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র
বিতরন গেছে। তবে বেসরকারীভাবে এখন পর্যন্ত কোন উদ্যোগ তেমন চোখে পড়েনি। সরকারী হিসেবেই রংপুরাঞ্চলে
অতিদরিদ্র মানুষের সংখ্যা লক্ষাধিক। তাদেরকে সরকার ভিজিএফ, ভিজিডিসহ নানা প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করে থাকে। কিন্তু এইসব অতিদরিদ্র মানুষের শীত নিবারণের জন্য গরম কাপড় কেনার তেমন একটা সামর্থ নেই । প্রতি বছরই শীতে তাদের অবস্থা কাহিল হয়ে পড়ে। চরম দুর্ভোগের মুখে পড়েন এসব অতিদরিদ্র মানুষ। দেখা দেয় মানবিক বিপর্যয়। আর প্রতি বছরই এই অঞ্চলে শীতের তীব্রতায় প্রাণহানির ঘটনাও ঘটে।রংপুর মেডিকেণ হাসপাতালে ভর্তি করা হয়। এরইমধ্যে একজন মারা গেছে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments