শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপ্রচন্ড শীতে পাবনার জনজীবণ বিপর্যস্থ: দু’শতাধিক নারী-পুরুষ ও শিশু হাসপাতালে ভর্তি

প্রচন্ড শীতে পাবনার জনজীবণ বিপর্যস্থ: দু’শতাধিক নারী-পুরুষ ও শিশু হাসপাতালে ভর্তি

কামাল সিদ্দিকী: প্রচন্ড শীতে পাবনার গোটা জনজীবণ বিপর্যস্থ হয়ে পড়েছে। স্থবির হয়ে পড়া জনজীবণে নেমে এসেছে চরম দূর্ভোগ। সব’চে কষ্ট দায়ক অবস্থায় চলাফেরা করছে খেটে খাওয়া মানুষগুলো। হাড় কাঁপানো শীতে বিত্ত্যবাণ ও মধ্যবিত্তরা নেহায়াত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। গত ২ দিন পাবনায় সুর্য্যের দেখা মেলেনি। মেঘলা হয়ে আছে আকাশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীত জনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় ২ শতাধিক নারী-পুরুষ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের সহকারী পরিচালক রঞ্জন কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালে গিয়ে দেখা যায় বেড না পেয়ে অনেক আক্রান্ত নারী-পুরুষ, শিশু মেঝেতেই শুয়েই চিকিৎসা গ্রহন করছেন। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। নিম্ন আয়ের মানুষগুলো শহরের পুরাতন গরম কাপড়ের দোকানে হুমড়ী খেয়ে পড়েছেন গরম কাপড় কিনতে। শহরের বিভিন্ন মার্কেটের বিপনী বিতানে বিত্তবাণ ও মধ্যবিত্তরা ভীড় জমিয়েছেন গরম কাপড় কেনার জন্য। গ্রামগঞ্জের অসহায় মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। সরকারী বা কোন বেসরকারী সামাজিক সংগঠনকে এখনো অসহায় মানুষদের মাঝে গরম কাপড় বিতরন করতে দেখা যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments