বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারাজারহাটে রাতে চরাঞ্চলের মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও

রাজারহাটে রাতে চরাঞ্চলের মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও

এ.এস.লিমন: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাঃ যোবায়ের হোসেন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিস্তার তীরবর্তী চর বগুড়াপাড়া, চর মুন্সিপাড়া, চর মন্ডলপাড়া, চর খাঁ-পাড়া ও চর গতিয়াশাম বাঁধ রাস্তার দু- ধারে বসবাসকারী প্রায় ২ শতাধিক পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। তিনি প্রতিটি পরিবারের বসতবাড়িতে গিয়ে তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন। ইউএনও’র এ মহৎ কার্যক্রমে অসহায় চরাঞ্চলের এ মানুষগুলো আবেগাপ্লুত হয়ে পড়েন। সোমবার রাত ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত ঘনকুয়াশা উপেক্ষা করে টানা ৩ ঘন্টা চরাঞ্চলের অসহায় ্ধসঢ়;ওই মানুষগুলোর কাছে শীতবস্ত্র তুলে দিতে পেরে ইউএনও নিজেকে ধন্য মনে করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মিলন পারভেজ প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments