শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসাতক্ষীরায় ঘুষের টাকাসহ সাব রেজিস্ট্রার আটক

সাতক্ষীরায় ঘুষের টাকাসহ সাব রেজিস্ট্রার আটক

বাংলাদেশ প্রতিবেদক: সাতক্ষীরায় ঘুষের এক লাখ টাকাসহ শ্যামনগর উপজেলা সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জীকে আটক করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে আটক করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯ টায় তাকে সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকা থেকে আটক করা হয়।
দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান, সাতক্ষীরা শহরের কলেজ পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে ভূমি রেজিস্ট্রি কমিশন বসে। এ সময় সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জী জমির ক্রেতা সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার প্রতিনিধি তার ভাগনে ফজলুল হকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেন। এই টাকা লেনদেনের সময় তাকে আটক করা হয়।
দুদক কর্মকর্তা আরও জানান, এক একর দুই শতক জমির দাতা কাজী সফিকুল ইসলামসহ ১০জন। জমির মূল্য হিসেবে সোমবার ৩৮ লাখ টাকা লেনদেন শেষে রেজিস্ট্রি সম্পন্ন হয়। পার্থ প্রতিম সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়ায় থাকেন। সেই বাড়িতেই বসেছিল কমিশন। পার্থ প্রতীমকে সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments