রবিবার, মে ৫, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় বাবা-মাকে মারধর করার দায়ে মাদকাসক্ত যুবকের ছয় মাসের কারাদণ্ড

কেন্দুয়ায় বাবা-মাকে মারধর করার দায়ে মাদকাসক্ত যুবকের ছয় মাসের কারাদণ্ড

হুমায়ুন কবির: টাকা পয়সা না পেয়ে বাড়িঘর ভাঙচুর এবং বাবা-মাকে মারধর করার দায়ে নেত্রকোনার কেন্দুয়ায় সাজন মিয়া (২৬) নামে এক মাদকাসক্ত যুবককে রবিবার (১২জানুয়ারী) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় কেন্দুয়া থানা পুলিশ আদালতকে সহায়তা করে।

জানা যায়,দণ্ডিত সাজন মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামের আবদুল হেকিমের ছেলে।

তিনি মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরেন।

সম্প্রতি অাবার নেশার টাকার জন্য প্রায়ই বাড়িঘরে হামলা ও বাবা-মাসহ পরিবারের লোকজনকে মারধর করত। এতে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে ওঠেন।

এ অবস্থায় পরিবারের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম ও কেন্দুয়া থানায় বিষয়টি জানালে রবিবার সন্ধ্যায় সাজন মিয়াদের বাড়িতে ছুটে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত সাজন মিয়া নিজে ও তার দোষ স্বীকার করায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির ৩৫৫ ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দণ্ডিত যুবককে সোমবার (১৩জানুয়ারী) নেত্রকোনা কারাগারে পাঠানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments