মঙ্গলবার, মে ১৪, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে আ’লীগের এক সময়ের ত্যাগী নেতা আব্দুস সামাদ এখন চা বিক্রেতা!

সাপাহারে আ’লীগের এক সময়ের ত্যাগী নেতা আব্দুস সামাদ এখন চা বিক্রেতা!

বাবুল আকতার: নওগাঁর সাপাহার উপজেলা আ’লীগের দুঃসময়ের কান্ডারী আব্দুস সামাদ মন্ডল এখন ভ্রাম্যমান চা বিক্রেতা। অসহায় অর্থ সম্পদহীন এই নেতার সংসার জীবন চলছে টানা-পোড়ার মধ্যে দিয়ে। দীর্ঘ দিনেও তার ভাগ্যে মেলেনি সরকারী ও দলীয় কোন সুযোগ সুবিধা। একান্ত সাক্ষাতকারে আব্দুস সামাদ জানান, তিনি ১৯৬০ সালে উপজেলার গৌরীপুর গ্রামে এক ধনাঢ্য পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মৃত গশির উদ্দীন মন্ডল। জন্মের পর থেকে পৈত্রিক ভাবে তিনি বৃত্তবান ছিলেন। সময়ের পরিবর্তনে বিভিন্ন প্রতিকুলতার মধ্যে পড়ে তিনি আর্থিক ভাবে নিঃস্ব হয়ে পড়েন । ১৯৭১ সালে মাত্র ১১ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে তিনি সহযোগীতা করেছিলেন । তিনি ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৯৬ সালে তিনি জন্মস্থান ছেড়ে সাপাহার উপজেলা সদরে জয়পুর মাষ্টার পাড়ায় ২ ছেলে ও দুই মেয়ে সন্তান নিয়ে ৩ শতাংশ জায়গার উপর বসতবাড়ী নির্মাণ করে বসবাস করছেন। ১৯৯৬ সাল থেকে সাপাহার উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হিসেবে প্রায় ১০/১২ বছর নিষ্ঠা ও সততার সাথে তার রাজনৈতিক দায়িত্ব পালন করেন। বর্তমানে তার আর্থিক অবস্থা অসচ্ছল হওয়ার কারনে প্রতিদিন দুইটি চায়ের ফ্লাক্স হাতে নিয়ে ফেরি করে চা বিক্রি করেন। তাতে তার আয় প্রতিদিন ৩/৪ শ টাকা। যা দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো প্রায় দুষ্কর। তার পরেও সারাদিন চা বিক্রয় করে সন্ধ্যার পর আ’লীগ পার্টি অফিসে প্রতিদিন প্রায় ২/৩ ঘন্টা সময় দেন আব্দুস সামাদ। পূর্বের ন্যায় এখনো ভালোবাসা কমেনি তার প্রাণ প্ধিসঢ়;্রয় দল আ’লীগের উপর। বর্তমান সময়ে দলে হাইব্রীড নেতাদের ভাগ্যে উন্নয়ন হলেও ত্যাগী নেতা আব্দুস সামাদের দিন ছলে খেয়ে না খেয়ে। তিনি অত্যান্ত অক্ষেপ করে বলেন দল দীর্ঘ দিন ধরে ক্ষমতায় আছে তার পরেও তিনি কোন প্রকার দলীয় বা সরকারী সুযোগ সুবিধা পাননি। সাপাহার উপজেলা আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী ত্যাগী নেতা আব্দুস সামাদ দলের উর্দ্বতন নেতা ও সরকারী দলের সহযোগীতা কামনা করছেন। জীবনের শেষ সময়ে অন্ততঃ সংসার জীবন পরিচালনায় কিছুটা কষ্ট লাঘব হবে এটিই তার শেষ প্রত্যাশা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments