সোমবার, মে ৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ক্লিনিকে নবজাতক মৃত্যুর অভিযোগ

রংপুরে ক্লিনিকে নবজাতক মৃত্যুর অভিযোগ

জয়নাল আবেদীন: রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে দায়িত্বে অবহেলায় তিন দিনের এক নবজাতকের
মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিকে এ অপমৃত্যুর
অভিযোগে বিক্ষোভ করে তার স্বজনরা। নবজাতক শিশুর চাচা রাকিব অভিযোগ করে বলেন, শনিবার
রাত নয়টার দিকে নগরীর বড় নুরপুর এলাকার নিপা বেগমকে প্রসবজনিত কারণে ওই ক্লিনিকে ভর্তি
হন এবং রাত সাড়ে নয়টার দিকে তার সিজার করা হলে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। মঙ্গলবার সকালে
হঠাৎ নবজাতক ওই শিশু অসুস্থ হলে ক্লিনিক কর্তৃপক্ষকে জানায় তার স্বজনরা। কিন্তু সেখানে কোন
ডাক্তার না থাকায় সুচিকিৎসা না পাওয়ায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, শুধু নার্স দিয়ে এখানে চিকিৎসা করা হয়। কোন আবাসিক চিকিৎসক নেই। ফলে কোন
ধরনের চিকিৎসা না হওয়ায় এই মৃত্যু হয়। এ সময় তিনি এটাকে হত্যা বলে দাবি করেন।এ খবর
ছড়িয়ে পরলে নবজাতকের স্বজনরা বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনেন।এ বিষয়ে ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক মাহমুদুল হাসান আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে
নিয়ে এসেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments