রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলারমেকের বার্ণ ইউনিটে চিকিৎসক সংকট, দুর্ভোগে রোগীরা

রমেকের বার্ণ ইউনিটে চিকিৎসক সংকট, দুর্ভোগে রোগীরা

জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসক
সংকট চরম আকার ধারণ করেছে। সাত জন চিকিৎসক থাকার কথা থাকলেও একজন চিকিৎসক ও
কিছু শিক্ষানবিশদের দিয়ে চলছে এই বিভাগটি। এতে প্রয়োজনের সময় চিকিৎসকের কাছ থেকে কাঙ্খিত
সেবা না পেয়ে হতাশ রোগীরা। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, রমেক হাসপাতালের ৩৭নং ওয়ার্ডের
পুরুষ, মহিলা ও শিশুদের সেবা দেয়ার জন্য বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেই চিকিৎসক। কিছু
শিক্ষানবিশ চিকিৎসক আর আয়াদের সামান্য সহানুভূতিই যেন রোগীদের সেবার ভরসা। তবে একজন
চিকিৎসকের নাম ও চেহারাই রোগীদের চোখের সামনে ভেসে উঠে বারবার। কারণ এই বার্ণ ইউনিটে
দায়িত্বে থাকা অন্য চিকিৎসকদের দেখা নেই।জানা গেছে, খাতা কলমে বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে
সাত চিকিৎসক দায়িত্বে রয়েছে। তবে দায়িত্ব পালনের বেলায় দিন রাত শুধুমাত্র এম.এ হামিদ পলাশ
নামে একজন চিকিৎসকই থাকেন। তিনি ওই বিভাগের বিভাগীয় প্রধান বলেই নিয়মিত দায়িত্ব পালন
করছেন।
এদিকে বার্ণ ইউনিটে কয়েকজন রোগী ও তাদের স্বজনের সাথে কথা হয়। নাম না প্রকাশের শর্তে জানান,
বার্ণ ইউনিটে ভালো সেবা নেই। চিকিৎসক নেই। চিকিৎসাও ব্যয়বহুল। স্যালাইন ছাড়া হাসপাতাল
থেকে আর কিছুই দেওয়া হয় না। তবে শিক্ষানবিশ চিকিৎসকরা এসে মাঝে মধ্যে খোঁজখবর নিয়ে যান।
চলতি শীত মৌসুমে গত এক মাসে এই ইউনিটে এখন পর্যন্ত ৮ নারী ও দুই শিশুসহ মারা গেছে ১৩ জন।
এখনো চিকিৎসাধীন আছে ২৫ জন। রোগীরা কাঙ্খিত সেবা না পেয়ে দুর্ভোগ আর হতাশায় ভুগলেও
এনিয়ে কথা বলতে নারাজ বিভাগটির প্রধান।
তবে শীত নিবারণে রোগীদের গরম কাপড় ব্যবহারসহ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বার্ণ ইউনিট ও
প্লাষ্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান এম.এ হামিদ পলাশ। তিনি বলেন, আমরা রোগীদের সেবা
দেয়ার জন্যই সবসময় কাজ করছি। প্রয়োজনীয় ওষধ ছাড়া তাদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments