শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

ভূঞাপুরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

আব্দুল লতিফ তালুকদার: শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার লক্ষে সারা দেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও মাধ্যমিক ও মাদ্রাসা গুলোতে প্রতি বছরের ন্যায় ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ থেকে বিরতিহীন ভাবে দুপুর ২ পর্যন্ত ভোট চলে। ভোট শুরুর পর থেকে স্বতঃস্ফুর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। জানা গেছে, এ উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২ টি মাদ্রাসায় অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে শিক্ষার্থীরাই সব দায়িত্ব পালন করে। শিশুরাই প্রার্থী, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার। সরেজমিনে দেখা যায়, উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments