বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় লাইসেন্স বিহীন সার দোকানীদের বিরুদ্ধে অভিযান, ২ দোকানীর অর্থ জরিমানা

উল্লাপাড়ায় লাইসেন্স বিহীন সার দোকানীদের বিরুদ্ধে অভিযান, ২ দোকানীর অর্থ জরিমানা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারী লাইসেন্স বিহীন খুচরা রাসায়নিক সার ও বীজ দোকানীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ থেকে বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে, আজ মঙ্গলবার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা ও পূর্ণিমাগাঁতী বাজারে স্থানীয় কৃষি বিভাগ থেকে সার ও বীজ বিক্রির দোকানগুলো পরিদর্শন করা হয়। গতকাল সোমবার কৃষি বিভাগ থেকে মোহনপুর বাজারে রাসায়নিক সারের দুটি দোকান তালাবদ্ধ করে রাখা হয়েছে। এর আগে উপজেলার অলিপুর বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স বিহীন দুটি সার দোকান তালাবদ্ধ এবং পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। দু’জনের মধ্যে সন্তোষ কুমার কে ১৫ হাজার ও রাসেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান এ অর্থ জরিমানা করেন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক জানান, উল্লাপাড়া উপজেলায় প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক একজন করে রাসায়নিক সারের খুচরা বিক্রেতা নিয়োগ করা আছে। স্থানীয় কৃষি বিভাগ থেকে এদেরকে নিয়োগ ও লাইসেন্স দেয়া হয়েছে। এরা নিজ ওয়ার্ড এলাকার বাজার গুলোয় সার বিক্রি করে থাকে। এদিকে খোজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে লাইসেন্স নেই এমন অনেক দোকানী খুচরা রাসায়নিক সার বিক্রি করে আসছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাহাত বিন খলিল জানান, তার বিভাগ থেকে উপজেলার বাজার গুলোয় রাসায়নিক সার ও বীজ দোকান গুলোয় পরিদর্শন করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments