বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

কলাপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারমান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মাহমুদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট আকন প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষকের মাঝে সাড়ে ৬২ টন সার, ৯০০ কেজি ভুট্রা, ৭৫০ কেজি মুগডালের বীজ ও ৪০০ জনকে ১১৬ কেজি শাক সবজির বীজ বিতরন করা হয়। এছাড়া ৪০০ জন সবজি চাষীকে দুই লাখ টাকা প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments