মোস্তাক আহম্মদ: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী এক সফল অভিযান চালিয়ে ট্রলিযুক্ত পাওয়ার টিলারের বডিতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪৮০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। ফেন্সিডিল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সজিব উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বেতদীঘি ইউনিয়নের কাঁথাওড়া সড়কে অভিযান পরিচালনা করে উল্লেখিত সংখ্যক বোতল ফেন্সিডিলসহ মাদক ফেন্সিডিল ব্যবসায়ী সজিব উদ্দিনকে আটক করা করে পুলিশ। আটক সজিব উদ্দিন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর (চতুরপুর) গ্রামের মৃত নজর উদ্দিনে ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছানের নেতৃত্বে থানার এসআই দেবী কান্ত ও এএসআই হাসিবুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সকালে কাঁথাওরা সড়কে অবস্থান নিয়ে ট্রলিযুক্ত পাওয়ার টিলার আটক করেন। পরে আটক পাওয়ার টিলার তল্লাশী চালিয়ে পাওয়ার টিলারের বডিতে অভিনব কায়দায় লুকানো ৪৮০ বোতল ফেন্সিডিল জব্দ করেন। এ ঘটনায় ট্রলি চালক ফেন্সিডিল ব্যবসায়ী সজিব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত অফিসার (চলতি দায়িত্বপ্রাপ্ত) এসআই আব্দুল রহিম বলেন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান স্যারের নেতৃত্বে থানা পুলিশ অবস্থান নিয়ে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ পাওয়ার টিলার চালক সজিবকে আটক করা হয়েছে।