শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাএকুশে পদক পাচ্ছেন চান্দিনার কৃতী সন্তান সাংবাদিক জাফর ওয়াজেদ

একুশে পদক পাচ্ছেন চান্দিনার কৃতী সন্তান সাংবাদিক জাফর ওয়াজেদ

ওসমান গনি: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবছর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পাচ্ছেন চান্দিনার কৃতী সন্তান বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)। বর্তমানে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে কর্মরত। জাফর ওয়াজেদ চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের মরহুম অধ্যাপক মো. ইছমত আলী ও মোসাম্মৎ রোকেয়া বেগম দম্পতির সাত সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান। পিতার শিক্ষকতা চাকরির সুবাদে নানা বাড়ি দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ মুন্সী বাড়ীতে তার জন্ম। বুধবার (৫ ফেব্রুয়ারী) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২০ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। জাফর ওয়াজেদ ছাড়াও আরও ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এবার একুশে পদক পাচ্ছেন। আগামী ২০ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন বলে জানাগেছে। সাবেক ছাত্রনেতা জাফর ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য সম্পাদক ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন তিনি। দাউদকান্দিতে জন্ম নেয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাফর ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে বাংলা সাহিত্যে স্নাতক সম্মানসহ স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন। তার স্ত্রী দিলশান আরা লাকি পরিসংখ্যান তদন্ত অফিসার হিসেবে পরিসংখ্যান ব্যুারোতে কর্মরত। বৈবাহিক জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। বড় মেয়ের আহেলী দিলশান বিইউপি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণ হন। ছেট মেয়ে এলমা ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে সম্মান শ্রেণিতে অধ্যয়নরত। সাংবাদিক জাফর ওয়াজেদ এর ছোট ভাই চান্দিনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ জানান, ‘আমার বড় ভাই জাফর ওয়াজেদ আমার পিঠেপিঠি তাই খুনসুটি লেগেই থাকতো। এখন অবশ্য সেটা হয়না। আমরা সাতভাইবোন সবাই স্নাতোকোত্তর। সে আমলের এমন মা পাওয়া যাবেনা যার প্রতিটি সন্তান স্নাতোকোত্তর। আমার মা মোসাম্মৎ রোকেয়া বেগমের বর্তমান বয়স ৯৭। আমাদের পড়াশুনার জন্য বাবার শাসন সোহাগ ছিল চুড়ান্ত।’ তিনি আরো বলেন- ‘আজকের একুশে পদকপ্রাপ্ত জাফর ওয়াজেদের এখানে আসার পেছনে আমার মরহুম পিতার অবদান সবচেয়ে বেশী। বাকীটা আমার মায়ের। আমি বিশ্বাস করি তিনি তাঁর প্রাপ্তি আমার মরহুম পিতা অধ্যাপক মো. ইছমত আলীর প্রতি উৎসর্গ করবেন।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments