শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় কৃষককে কুপিয়ে জখম

সাঁথিয়ায় কৃষককে কুপিয়ে জখম

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় ধানের চারা নিয়ে দ্বন্দের জেরে মাহাতাব উদ্দিন (৬৫) নামে এক কৃষককে টাঙ্গি দিয়ে (পিয়াজ পরিচর্যা করার কাজে ব্যবহৃত) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার পৌরসভাধীন সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া হাসপাতালে পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌরসভাধীন সৈয়দপুর গ্রামের কৃষক মাহাতাব এর ছেলে হাফেজ আমিরুল ইসলাম জানান, তার বাবা সোমবার নিজ জমিতে ধানের চারা লাগাচ্ছিল। ইতোমধ্যে একই গ্রামের শহিদ ও তার ছেলে বিপ্লব জমিতে গিয়ে ১০/১৫টি ধানের চারার মুঠি নিয়ে বলে এগুলো আমরা কিনেছি। এই বলে চারা নিয়ে যেতে থাকে। এ সময় বাধা দিতে গেলে তার বাবাকে টাঙ্গি দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, তাঁর বাবার শরীরের অন্তত ৫ জায়গায় বেশ কিছ ুসেলাই পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments