বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে শুরু হয়েছে অধিকার সুরক্ষাকারী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

রংপুরে শুরু হয়েছে অধিকার সুরক্ষাকারী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরি রংপুরে মঙ্গলবার থেকে তিনদিন ব্যাপি শুরু হয়েছে অধিকার সুরক্ষাকারী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা । ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান প্রকল্প কার্যক্রম নিউজ নেটওয়ার্ক আয়োজনে রংপুর আরডিআরএস মিলনায়তনে এই কর্মশালার উদ্ধোধন করেন রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু । প্রথম দিনে কর্মশালায় নারী ও মেয়েদের অধিকার এবং আর্ন্তজাতিক আইন, পরিবার,সমাজ ও রাষ্টে নারীর অবস্থা এবং অবস্থান, সর্বজনীন মানবাধিকার ও নারী, বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার ও নারী এসব বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন নারী উদ্যোগ কেন্দ্রের নির্বার্হী পরিচালক মাসুদা খাতুন শেফালী । এর পর বিভিন্ন বিষয়ে অলোনাচনায় অংশ নেন সাংবাদিক জয়নাল আবেদীন, রশীদ বাবু, রফিক সরকার,মোস্তফা সারওয়ার অনু. সুশান্ত ভৌমিক, মোনাব্বর হোসেন মনা, লাবনী ইয়াসমিন, আবু তালেব,তৌহিদুল ইসলাম বাবলা, সাবেক সনাক সভাপতি মোশফেকা রাজ্জাক । এই প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন সাংবাদিক অংশ নিচ্ছেন । কর্মশালা আগামি বৃহস্পতিবার শেষ হবে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments