শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাদেশের সব খাদ্যগুদাম ২০২১ সালের মধ্যে মেরামত করা হবে: কলাপাড়ায় পরিদর্শণ শেষে...

দেশের সব খাদ্যগুদাম ২০২১ সালের মধ্যে মেরামত করা হবে: কলাপাড়ায় পরিদর্শণ শেষে খাদ্যমন্ত্রী

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মঙ্গলবার দুপুরে বিভিন্ন খাদ্যগুদাম পরিদর্শণে এসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান ও চাউলের পর্যাপ্ত মজুদের জন্য দেশের সব পরিত্যক্ত গুদাম মেরামতের কাজ চলছে। কলাপাড়া সহ সারাদেশের খাদ্যগুদামগুলো ২০২১ সালের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হবে। বর্তমানে দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে দাবি করে তিঁনি বলেন,প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে। তাদের লক্ষ্য কোন কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয়। তিঁনি আরও বলেন,জেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার মেট্রিকটন। যার চার ভাগের একভাগও এখনও ক্রয় করা হয়নি। যেসব প্রান্তিক কৃষক এখনও ধান বিক্রয় করতে পারেনি তাদের ধান বিক্রয়ের জন্য উৎসাহিত করা হচ্ছে। এ সময় খাদ্য সচিব ড.মোসাম্মৎ নাজমানারা খানুম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস,ওসিএলএসডি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments