শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ব্যতিক্রমী প্রাক-প্রাথমিক শিশুবরণ উৎসব অনুষ্ঠিত

সাঁথিয়ায় ব্যতিক্রমী প্রাক-প্রাথমিক শিশুবরণ উৎসব অনুষ্ঠিত

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় ব্যতিক্রমী অনুুষ্ঠানের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিশুবরণ ও বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া পৌরসভাধীন শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ২০১৬ সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আঃ খলেক লাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যাপক আব্দুদ দাইন সরকার। কর্মসুচির মধ্যে ছিল প্রাক প্রাথমিক শিশু শিক্ষার্র্থীদের ফুলদিয়ে বরণ, কেককাটা, এ দেশের প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ানো, রং বেরঙের বেলুন ওড়ানো, শিশুদের নাচ-গানসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ধরনের ব্যতিক্রমী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শিশুদের বরণ করে নেয়ায় প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি একটি অনুকরনীয় দৃষ্টান্ত

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments