বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজারে ৩৫টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন প্রতিমন্ত্রীর

কক্সবাজারে ৩৫টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন প্রতিমন্ত্রীর

কায়সার হামিদ মানিক: পর্যটন নগরী কক্সবাজারের ৩৫টি পয়েন্টে ৭৪টি ওয়াইফাই রাউটারে ৭ হাজার ৪’শ ব্যাক্তি একসাথে এইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে, প্রত্যেক রাইডারে ৩০মিটার এলাকা জুড়ে ইন্টারনেট এক্সেস পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত ফ্রি ওয়াই ফাই জোন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কক্সবাজারের ২হাজার ৮’শ ২৭ বর্গমিটার এলাকাকে প্রি ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। প্রতিদিন ৫হাজার পর্যটক সর্বাধুনিক এ উচ্চ গতির প্রি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে। এই প্রকল্প বাস্তাবয়ন করতে সরকারের ব্যায় হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা খরচ হয়েছে বলে তিনি জানান।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পার্থ প্রতীম দাশের সভাপতিত্বে এসময় কক্সবাজার সদর-রামু আসনে সাংসদ সাইমুম সরওয়ার কমল, চকরিয়া পেকুয়ার আসনের সাংসদ জাফর আহম্মেদ, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ, কক্সবাজার উন্নয়ন কর্তৃক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবকাল হোসাইন ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কক্সবাজার সরকারী কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments