বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলালামায় কোরআন হাফেজদের পাগড়ী ও নব মুসলিমদের বস্ত্র বিতরণ

লামায় কোরআন হাফেজদের পাগড়ী ও নব মুসলিমদের বস্ত্র বিতরণ

নুরুল করিম আরমান: বান্দরবানের লামা উপজেলার উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র কোরআন হাফেজদের পাগড়ী, নব মুসলিমদের কোরআন শরীফ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুুপুরে সংস্থার সভাপতি মো. রাশেদুল ইসলাম ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এতে প্রধান বক্তা ছিলেন, আঞ্জুমানে হেদায়েতুল উম্মত বাংলাদেশের মহা সচিব আলহাজ্ব এম. এ সাত্তার মোল্লা। সভায় আঞ্জুমানে হেদায়েতুল উম্মত বাংলাদেশের কোষাধ্যক্ষ মো. মোশারফ সরকার, কার্য নির্বাহী সদস্য আবুল বাশার, ঢাকার সমাজ সেবক ফয়েজ আহমেদ, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক, দাতা সদস্য মো. সায়েদ আলৗ, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন। দোয়া পরিচালনা করেন, ঢাকাস্থ মোল্লার পুকুর পাড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. নুরুল ইসলাম। এর আগে আঞ্জুমান হেদায়েতুল উম্মত বাংলাদেশের সহযোগিতায় সংস্থার ৩জন কোরআন হাফেজদের মাথায় পাগড়ী তুলে দেয়ার পর ২৭০ জন নব মুসলিম ও স্থানীয় নারী পুরুষদের হাতে বস্ত্র ও কোরআন শরীফ তুলে দেন অতিথিবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments