শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ার কৃষক ওসমান ৪দিন ধরে নিখোঁজ, উদ্বেগ উৎকন্ঠায় পরিবার

সাঁথিয়ার কৃষক ওসমান ৪দিন ধরে নিখোঁজ, উদ্বেগ উৎকন্ঠায় পরিবার

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন ওসমান গনি(৩৫) নামে এক কৃষক। স্বামীর খোঁজ পেতে দ্বারে দ্বারে ঘুরছেন স্ত্রী লতা পারভীন। এ দিকে ওসমানের সন্ধান না পেয়ে উদ্বেগ উৎকন্ঠায় কাটছে ওসমানের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া গ্রামে। ওসমান ওই গ্রামের আনসার আলীর ছেলে। নিখোঁজের পিতা আনসার আলী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার (১৪ফেব্রুয়ারী) সন্ধ্যায় ওসমান ধান লাগানোর কামলার খোঁজে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনী। এর পর তারা আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার আনসার আলী বাদী হয়ে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরী করেন। সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিডি পেয়ে তাৎক্ষনিক নিখোঁজ ওসমানের ব্যবহৃত মোবাইল ফোনে নং (০১৭১৯-৯২৮৩২০)ফোন দিয়ে তার অবস্থানটা জানা গেছে। সে এখন ঢাকা আমিন বাজার এলাকায় অবস্থান করছে। ধারনা করা হচ্ছে, সে বাড়ি থেকে কোন কারণে রাগ করে গেছে তাই কারও সাথে যোগাযোগ করতে ইচ্ছুক নয়। নিখোঁজ ওসমানের স্ত্রী লতা পারভীন জানান, তার স্বামীকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। বাড়ি থেকে রাগ করে যাওয়ার মতো পরিবারে কিছু ঘটেনি। ঘটনার পর ১দিন কিছু সময়ের জন্য ফোন খোলা পাওয়া গিয়েছিল। তারপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার বিকেলে ফোন দেয়া হলে রিং হয়েছে। কিন্তু রিসিভ হয় নাই। পূনরায় আবার রিং দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তিনি বলেন, এ অভিযোগ পাবনা পুলিশের গোয়েন্দা সংস্থায় (ডিবি) গিয়ে জানিয়ে এসেছি এবং জিডির একটা কপি তাদের দেয়া হয়েছে। র‌্যাব অফিসে গেলে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments