বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় সরকারি গাছ কর্তনের অভিযোগ

চান্দিনায় সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ডে রাস্তার পার্শ্বের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ছায়কোট বকশী বাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। চান্দিনা গরুর বাজার সংলগ্ন সড়কের পার্শ্বের ১টি মেহগনি ও ২টি রেন্টি কড়ই গাছ কেটে আত্মসাৎ করার চেষ্টা করে ছায়কোট এলাকার মরহুম জব্বার আলী ওরফে মান্তু মিয়ার ছেলে মো. অলিউল্লাহ। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা ও চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায়। চান্দিনা থানার এসআই ডালিম মজুমদার জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মো. অলিউল্লাহ্ধসঢ়; ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন- আগে রাস্তা সরু ছিল। অলিউল্লাহ্ধসঢ়; তার জায়গাতে ওই গাছগুলো লাগিয়েছিলেন। পরে রাস্তা প্রশস্থ হয়েছে। তাই গাছ গুলো সরকারি বলে ধারনা করা হচ্ছে।’ তিনি আরও বলেন- বন বিভাগের কর্মকর্তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে মো. অলিউল্লাহ্ধসঢ়; বলেন- ‘আমার খরিদ করা জমিতে আমি যখন গাছগুলো লাগিয়েছি তখন রাস্তা অনেক দূরে ছিল। পরে রাস্তা বড় হওয়ায় গাছগুলো রাস্তার কাছাকাছি হয়েগেছে। আমি সরকারি কোন গাছ কাটিনি।’ এব্যাপারে চান্দিনা উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান জানান, ‘সামাজিক বনায়নের আওতায় ওই গাছগুলো লাগানো হয় নি। তবে গাছগুলো রাস্তার পার্শ্বেরই।’ এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বনবিভাগের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ বলেন- ‘বনবিভাগের কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments