বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাছাত্র-ছাত্রীদেরকে মাদকাসক্তি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকার আহবান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের

ছাত্র-ছাত্রীদেরকে মাদকাসক্তি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকার আহবান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের

জয়নাল আবেদীন: রংপুর মেট্রেপলিটন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ বলেছেন আজকে যারা ছাত্র তারাই কিন্তু আগামি দিনে দেশের নেতৃত্ব দেবে । তবে সবাইকে মাদককে না বলতে শিখতে হবে।মাদক মুক্ত থাকতে হবে । কারন একজন মাদকসেবী সন্তান নিজের ধ্বংস ডেকে আনে, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয় ।তাই সুস্থ জাতি গঠনে ছাত্রদের ভূমিকা অপরিসীম ।মঙ্গলবার রংপুর আসিসিআই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন । তিনি ছাত্র-ছাত্রীদেরকে মাদকাসক্তি, জঙ্গি ও সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এর আসক্তি থেকে দূরে থাকতে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান এছাড়াও ছাত্র-ছাত্রীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা লালনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহবান জানান।অভিভাবকদের উদ্দ্যেশে তিনি বলেন আপনি এবং আমরাওতো ছাত্র ছিলাম খেলাধুলার পাশাপাশি নিয়মিত লেখাপড়া করেছি ।পারিবারিক অনুশাসন মেনে চলেছি ।কিন্তু এখন অনেক পরিবারেই পারিবারিক অনুশাসন বলতে কিছু দেখা যায়না । ফলে সন্তানরা বিপথে চালিত হচ্ছে ।তিনি বলেন আপনার সন্তান সন্ধ্যার পর বাইরে কেন গেল, দেরীতে বাসায় ফিরলো কেন কৌফিয়ত চাইতে হবে । তাহলে একসময় সন্তানরা জবাবদীহিতার মধ্যে থাকবে । তাদের ভবিষ্যতও ভালো হবে । পরিবারকে আলোকিত করে তুলবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রোখসানা বেগম । বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল এবং ক্রীড়া কমিটির আহবায়ক চেম্বর পরিচালক মনজুর আহমেদ আজাদ । এবছর স্কুল এবং কলেজ পর্যায়ে ৩৫টি ইভেন্টে প্রায় ৪শ প্রতিযোগী অংশ নেয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments